তুমি তো নিরব থাকনা অহরহ বড়াই করে চলেছ,
রূপের অহংকার সাময়িক !
আজ তোমার যৌবনের উত্তাপে তুমি ভুলে গেছ,
তুমি একজন ক্ষুদ্র সদ্য ফুটে উঠা ফাগুনের বিষাক্ত আগুন ৷
তুমি ভাবছ এই রূপ,যৌবন,অহংকার,অহমিকা-
তোমার অন্তকাল বহাল থাকবে ৷
আর তুমি এই অহংভাবপূর্ণ আচরণ কে প্রদর্শন করে ঘুরে বেড়াবে ৷
তোমার শরীরের স্পর্শ কাতর অঙ্গ-প্রতঙ্গ গুলো
অবলীলায় ফুটিয়ে তুলবে ৷
যে দেখবে পাগল হয়ে তোমার পিছে ছুটে চলবে,
পাগলা ঘোড়ার মত ৷
প্রকৃতির নিয়মে যে তুমি একদিন হারিয়ে যাবে
এই বিশাল পৃথিবীর কাছে হার মানবে
তোমার সৌন্দর্যের প্রস্ফুটিত ফুল গুলো ক্রমান্বয়ে-
তার ঐতিহাসিক নিয়মে প্রকৃতির কাছে ম্লান হয়ে ধরা দিবে ৷
সেই দিন তুমি ও তোমার অহংকার,
অহমিকা-তুচ্ছ,তাচ্ছিল্য কোথায় গিয়ে দাঁড়াবে ?
আজ তুমি নিজেকে মহারানী ভেবে এক রাজার রাজ্যের-
অঘোষিত রানী হওয়ার স্বপ্নে বিভোর ৷
চোখে মুখে রঙিন স্বপ্ন,রঙিন আশা,
তোমাকে মনুষত্বহীন করে এক মিথ্যে উচ্চতায় নিয়ে যাচ্ছে ৷
সে খানে তোমার কল্পনার-
বাস্তবতার কোন অস্তিত্ব নেই বললেই চলে !
রূপসী ভুলে যেওনা সুখ-দুঃখ নিয়েই মানুষের জীবন,
আজ আমি শত সহস্র দুঃখ নিয়ে হতাশায় নিমজ্জিত !
ইচ্ছে করলে তুমি আমার জীবনে সকল দুঃখকে সরিয়ে-
সুখের প্রদ্বীপ জ্বালাতে পারতে ৷
আমাকে নিয়ে পাড়ি দিতে পারতে তোমার জীবনের শ্রেষ্ঠ সময় ৷
জানি আমার জীবনের পরতে পরতে কলঙ্কের চিন্হ !
আমার শরীরে রক্তের কনিকায় জীবানুরা খেলা করে !
আমি এখন আর স্বাভাবিক জীবনে নেই,
তার কারণ তুমি কথা দিয়ে কথা রাখনি !
তুমি আমাকে বোকা বানিয়ে আমার সততাকে পুঁজি করে-
নতুন নোংরা খেলা খেলতে মনস্থির করেছ ৷
এবং প্রতিনিয়ত খেলেই চলেছ !
প্রতিদিন নতুন আঙ্গিকে যৌবনের উদ্দীপনায়,
নতুন নতুন লেখা নিয়ে হাজির হচ্ছ কষ্টের কাঁটা তারে ক্ষত শরীরে-
লবনের বিষাক্ত আল্পনা একে তোমার লেখনীতে !
আমি আর পারছিনা সইতে তোমার বিষাক্ত কথা মালা ৷
ক্ষমা কর আমায় ক্ষমা কর !
ভাল যদি নাই বাসবে আমার চোখের আড়াল হও,
তোমাকে এক পলক দেখলে আমার দু চোখ বার বার দেখতে চায়,
আমার হৃদয় আহত পাখির মত চটপট করে
আমার শরীর তোমার শরীরের স্পর্শ চায়
আমার নিশ্বাস তোমার সুবাসিত গন্ধে মুগ্ধ হয়ে আলিঙ্গন খোঁজে
আমার বিশ্বাস তোমার বিশ্বাসের মর্যাদা-
সমুন্নত রেখে পথ চলতে চায় আমরণ !
কিন্তু তুমি যে সেই মূল্যের মুল্য দিতে সম্পূর্ণ রূপে অপারগ ৷
মুখে না বললেও তোমার চলনে-বলনে তাই ফুটে উঠে,
আর আমি নির্জীব প্রাণীর মত চেয়ে চেয়ে থাকি
দুঃখ কষ্টকে আমার কপালের লিখন বলে-
আমার মনের কবরস্থানে সমাধি করি !
একদিন হয়তো আমার আত্মাকে আমি নিজেই সমাধি করে দিব,
সেই অপেক্ষায় আমার দিন যায় রাত আসে ৷


রচনাকাল ২৯ ফেব্রুয়ারী ২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইউর্ক ৷
------------------------------------------------------------------------


বিঃ দ্রঃ- এই কবিতা শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য