বিজয় মানে ১৬ই ডিসেম্বর স্মৃতির সাদা কালো অধ্যায় পেরিয়ে রঙিন স্বপ্নের আল্পনা ৷
বিজয় মানে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বহু কাঙ্খিত ফলাফল,এখনো বয়ে চলছি ভয়ঙ্কর লাঞ্চনা,বঞ্চনা, অবিরাম যন্ত্রণা ৷


বিজয় মানে মহান ৭১ গর্জে উঠা বাঙ্গালীর মুক্তির জয়গান
বিজয় মানে আমার মায়ের নির্যাতিত নয়নে
বাবার পথ পানে চেয়ে থাকা অভিমান ৷


বিজয় মানে আনন্দ ভরা সুখকর প্রীতি বিজয়ের উচ্ছ্বাসিত প্রয়াস ৷
বিজয় মানে সুখ,দুঃখ হাসি,কান্নার এক মহা মিলন মেলার স্মৃতি বিজড়িত জলোচ্ছ্বাস ৷


বিজয় মানে হায়েনাদের কবল থেকে আমার প্রিয় মাতৃভূমিকে ছিনিয়ে আনা ৷
বিজয় মানে মমতাময়ী মা,মাটি দেশকে হৃদয় দিয়ে ভাল বাসতে জানা ৷


বিজয় মানে আমার বাবার প্রানের স্পন্ধন অশ্রুসিক্ত আকুতি আর বুক ভাঙ্গা আত্মচিৎকার ৷
বিজয় মানে লক্ষ-লক্ষ বিবস্র,অর্ধগলিত লাশের প্রতিচ্ছবির হুঙ্কার !


বিজয় মানে মায়ের আকুতির সুদীর্ঘ নিঃশ্বাস !
বিজয় মানে সম্ভ্রম হারানোর যন্ত্রণার কিঞ্চিত সস্তি বেঁচে থাকার নিরাপদ বিশ্বাস ৷


বিজয় মানে আমার বোনের হাতে সদ্য লাগানো মেহেদির লাল রং ৷
বিজয় মানে স্বামী হারা সাদা কাপড় পরে নেওয়া এক রূপসী বঙ্গ ললনার উপর নেমে আসা ভয়ংকর জং !


বিজয় মানে আমাকে এতিম করে বাবাকে ছিনিয়ে নেওয়া !
বিজয় মানে এতিম,অসহায় এই আমি স্বাধীনতা আমার পরম পাওয়া ৷


বিজয় মানে ৫৬ হাজার বর্গ মাইল তোমার আমার ঠিকানা
বিজয় মানে আমার বুকে বয়ে চলা তুমি পদ্মা,মেঘনা ,যমুনা


বিজয় মানে বাঙ্গালীর জয় আনন্দিত এই জাতি মর্মে-মর্মে উপলব্ধি হয় ৷
বিজয় মানে নেই কোন ভয়,আর হবেনা কোন ক্ষয়, আমরা বীরের জাতি সারা বিশ্ব তাকিয়ে রয় !


বিজয় মানে শানিত দ্বার, রক্তে কম্পন,বাহুতে শক্তি, মনে সঞ্চিত বল ৷
বিজয় মানে শত্রু মুক্ত করবো আমার স্বদেশ প্রয়োজনে জীবন দিব চলরে আবার চল !


বিজয় মানে ২রা মার্চ,৭ই মার্চ, ও ২৬শে মার্চ জনতার মুক্তির ঐতিহাসিক অবিশ্বরনীয় দিন ৷
বিজয় মানে স্বাধীনতা আমার নিঃশ্বাস, স্বাধীনতা আমার বিশ্বাস,আমি পাহাড়াদার আমি নিদ্রাহীন ৷


বিজয় মানে ঘোর অন্ধকার কেটে, ঘন কুয়াশা ভেদ করে, ভোরের সকালে পূর্ব  দিগন্তে জলসে উঠা সবুজের বুকে লাল টগবগে সূর্য !
বিজয় মানে পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে
স্ব-মহিমায় দাঁড়ানো নির্মম,নিষ্ঠুর, অত্যাচার এড়িয়ে এক টুকরো মানচিত্র অর্জনে কঠিন পরীক্ষার ধৈর্য্য !


বিজয় মানে আমার মা,বোনের সম্ভ্রমে কিনা বিধবার সাজে সাদা শাড়ির আঁচলে অঙ্কিত লাল সবুজের পতাকা ৷
বিজয় মানে বায়নেট দিয়ে খুঁচিয়ে-খুঁচিয়ে বন্ধুকের গুলিতে আমার বাবা,ভাইয়ের রক্তাক্ত মৃত ঝাজরা দেহের প্রাপ্তি অর্জিত মহান স্বাধীনতা !


বিজয় মানে সময় এসেছে খুঁজে খুঁজে রাজাকার,আল বদর,আল সামছদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার !
বিজয় মানে প্রতিবাদ,প্রতিরোধ,প্রতিশোধ নিয়ে পাকিস্তানীদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার !


বিজয় মানে বিজয়ের এই মাসে মায়ের চরণ ধুলি নিয়ে বিজয় নিশান উড়াবো ৷
পাকিস্তানীর দোসর যুদ্ধাপরাধী,মানবতাবিরোধী,রাজাকারদের, আমার বাবার কষ্টে অর্জিত সোনার বাংলা আমার মায়ের নির্বাক তাকিয়ে থাকা পবিত্র মাতৃভূমি থেকে তাড়াবো !


বিজয় মানে বাঙ্গালী জাতির পিতার স্বাধীনতা কামী কবিতার ছন্দময় তেজস্ক্রিয় পংক্তি মালা
বিজয় মানে নতুন শপথে বলিয়ান হয়ে রাজকারদের ঘরের দরজায় ঝুলিয়ে দিব লোহার তালা !!!


রচনাকাল ১১/১২/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
-----------------------------------------------------------------------