তুমি বোকা বড্ড বোকা
নূর হোসেন তুমি ছিলে অবুঝ খোকা
অভাবের তাড়নায় ক্ষুদার যন্ত্রনায়
কুচক্রীর পরচনায় এসেছো মিছিলে ভাড়ায়
ঘরে ফিরে যাবে দশ কিংবা বিশ টাকা মায়না পাবে
বিনিময়ে দুই কেজি চাল কিছু আলু ডাল নিয়ে
অভাবের সংসারে সবার মুখে হাসি ফুটাবে
তুমি জানতে না তারা কেড়ে নিবে তোমার জীবন
যদি জানতে তুমি আসতে না
তোমার অসহায়ত্বের সুযোগ নিয়ে
তোমাকে ডেকে এনে বুকে পিঠে লিখে নিল
সৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক
তুমি ছিলেনা কোন দলের কর্মী
ছিলেনা কোন নেতা মহা নেতা
তোমায় পাঠালো মিছিলের অগ্রভাগে
পশ্চাত দিক থেকে চালালো গুলি
জানোয়ার খুনি হায়েনা  
তুমি কি জানতে-
এই আসা তোমার শেষ আসা ?
জানতে না !
তুমি আর ঘরে ফিরে যেতে পারলে না
তোমার টগ বগে জীবন কেড়ে নিল
রাজনীতির নোংরা কৌশলে কৌশলী
হিটলার,লাদেন খ্যাত ডাইনী চক্রান্তকারী
নেত্রীদ্বয়ের এক অভিনব নিষ্টুর চুক্তি নামা
আমরা সবাই অবগত
তোমার লাশের উপর দাঁড়িয়ে
ক্ষমতার মসনদ পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি গণতন্ত্রের আড়ালে লুকিয়ে থাকা
মানুষের উপর বর্বর,হিংস্র,ভয়ংকর বাঘের থাবা
যারা আজ তোমার সমাধিতে
ফুল দিয়ে দিবস পালন করে
তুমি কি খবর নিয়েছো ?
কেউ কি তোমার রেখে যাওয়া
দুঃখিনী মায়ের খবর নিয়েছে ?
কেউ কি তোমার মায়ের
চোখের পানি মুছে দিয়েছে ?
তারা কেউ যায়নি
শুধু একজনই গিয়েছিল তোমার দরজায়
অপরাধী সেজে তোমার মাকে
মা বলে ডেকেছিল
বলেছিল মা তোমার নূর হোসেন নেই
আজ থেকে আমিই তোমার নুর হোসেন
আমি তোমার ছেলে,আমায় তুমি ক্ষমা কর
তোমার দায়-দায়িত্ব
ভরণ,পোষণ মাথা পেতে নিলাম !
প্রতি মাসে নিজ হাতে
মাকে টাকা দিয়ে আসতো !
নূর হোসেন তুমি কি জানো সে মহান বেক্তিটি কে ?
সে হাসিনাও নয় খালেদাও নয় !
সে এই জাতির দুর্দিনের পথ প্রদর্শক
অনাহারী মানুষের মুখে অন্ন তুলে দেওয়া এক রাষ্ট্রপ্রধান
অত্যাচারীর আতংক এক মহা লৌহ মানব
ঘরহীন মানুষের বাসস্থানের জলন্ত প্রতিক
ইসলামের এক নগন্য সেবক,
তৎকালীন বিশাল ক্ষমতাধর শাসক
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ
তোমার মৃত্যুতে বিচলিত হয়ে
ক্ষমতাকে বিদায় দিয়ে
এক ঐতিহাসিক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন
সেই মহান নেতা
যার হাত ধরে গণতন্ত্রের পূণজন্ম হলো
আজও সেই গনতন্ত্র ধুকে-ধুকে কাঁদছে !
গণতন্ত্রের আড়ালে প্রতিদিন তোমার মত
অগনিত নূর হোসেন মাটিতে লুটিয়ে পরছে !
অগনিত মমতাময়ী মা হারাচ্ছে
তার বহু কষ্টে লালিত সন্তানকে,
বাবাকে কাঁধে বহন করতে হচ্ছে
ছেলের লাশের খাটিয়া,
স্ত্রীর হাতের মেহেদী এখনো বিদ্যমান
পরে নিতে হচ্ছে বিধবার সাজে
সাদা একখানা শাড়ি !
খুলে নিচ্ছে হাতের বালা কানের ঝুমকা,
নাকের নোলক কপালের লাল টিপ !
নূর হোসেন তুমি কি জানতে ?
তোমার জীবন নিয়ে তারা তামাশা করবে
আর ক্ষমতা কুক্ষিগত করার জন্য
ভোটের অধিকার কেড়ে নিবে
অগনিত নূর হোসেন কে গুলি করে
যত্র তত্র ফেলে রাখবে
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা থাকবেনা !
না না না ! তুমি কিছুই জানতে না !
যদি জানতে তাহলে তোমাকে নিয়ে
নির্মম মৃত্যু নাটকের শেষ দৃশ্যায়ন
কখনো করার সুযোগ পেতনা !
অবশেষে তোমার জান্নাত কামনায় পরিয়াদ করি
নূর হোসেন তুমি ভাল থেকো,
তোমার মৃত্যু যাদের নির্দেশে
কার্যকর করা হয়েছে
ক্ষমা করোনা তাদের তুমি ক্ষমা করোনা
তাদের বংশ ধংশ হবে ইহা অনিবার্য সত্য ৷


রচনাকাল ১০/১১/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
===========================