আমি বার-বার আসিব ফিরে
ভিক্ষুকের বেশে তোমার উঠোনে
আমি চাইবো ভিক্ষা তোমাকে
আমার ভাঙ্গা বাসনে


আমি ছেড়া জামা কাপড় পরে
যাবো তোমায় এক পলক দর্শনে
তুমি চিনবে কি আমায় ?
দেখাবে কি তোমার বদন খানি-
মাথার ঘোমটা উপর তুলে ?
তুমি আমায় দেখে
ঝরাবে কি তোমার চোখের পানি
সবার অগোচরে ?
এতে কি লাভ হবে,যদি ফিরে না এলে
মিছে-মিছে আশা করে
কেদোনা আর সঙ্গোপনে
আমি বার-বার আসিব ফিরে
ভিক্ষুকের বেশে তোমার উঠোনে
আমি চাইবো ভিক্ষা তোমাকে
আমার ভাঙ্গা বাসনে


আমি তুমি বিহীন এক যাযাবর
পথ হোক আমার ঠিকানা
আমি ছুটে চলছি তুমি বরাবর
তোমার উঠোন হোক
আমার দুঃখের বিছানা
আমি থাকব তোমার চারি পাশে
কেউ যেন বুঝতে না পারে
শুধু তোমায় দেখে ক্ষুধা নিবারণ হবে
আমরণ রবো আমি অনশনে
আমি বার-বার আসিব ফিরে
ভিক্ষুকের বেশে তোমার উঠোনে
আমি চাইবো ভিক্ষা তোমাকে
আমার ভাঙ্গা বাসনে


রচনাকাল ২৬/১০/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
######################