আজ সমস্ত ঘৃণা রেখে যাচ্ছি
ফেরত নিয়ে যাচ্ছি আমার দেওয়া ভালোবাসা টুকু
হয়তো জীবনের শেষ আলিঙ্গনে-
তোমাকে আবিষ্কার করলাম
যদি না আসতাম এই অযাচিত দৃশ্য
অবলোকন করা সম্ভব হতোনা
এই অশ্লীল সংলাপ শুনতে পেতাম না
আর এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়তো
আরো সময় লেগে যেতো !
আমি এতো দিন কোথায় ছিলাম
কাকে নিয়ে স্বপ্ন বুনতাম
যার কথা চিন্তা করে জীবনের ক্ষতি ডেকে এনেছি
যার আলিঙ্গনে নিজেকে জড়াবো বলে
স্থির করেছি
কিন্তু বাস্তবতা উপলব্ধি করতে পারিনি
অনেক কিছু চোখের সামনে ঘটেছে
ভেবেছি এক সময় সব ঠিক হয়ে যাবে
শাসন বারণ ও করেছি অনেক সময় নিয়ে
পরিবর্তন ক্ষনিকের জন্য এলেও
স্থায়ী কিছু লক্ষ্য করিনি l
যখনি আমি কোন কিছু নিয়ে অভিমান করেছি
এই সুযোগে আগের রূপ ভেসে উঠেছে
তাইতো এই যাত্রায়-
বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম l
বুঝে শুনে সময় নিয়ে সিদ্ধান্তে উপনীত হলে
কেউ ঠকে না
বরং ভাল সুফল পাওয়া যায় অনেকাংশে
কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেরি করলে
জীবনের সুখ শান্তি হারাতে হয় !
আমি দুইটি পক্রিয়ার মুখোমুখি হয়েছি বারংবার !
কখনো ঠকেছি আবার কখনো জিতেছি-
কষ্টকে মেনে নিয়ে ৷
তবে এবার মনে হয় বহুরূপীর হাত থেকে-
দেরিতে হলেও নিজেকে রক্ষা করতে পেরেছি l
এটাই হয়তো সব জল্পনা কল্পনার শেষ খতিয়ান
আমার দৃশ্যমান এই ক্ষণিক জীবনে ৷
এতো ভুল হয়তো হতোনা জীবনের বাঁকে বাঁকে
যৌনতা আমাকে বার বার ঠেলে দিয়েছে
ভালবাসা আদান প্রদানে
বুকের জমিন অনেকের কাছে বর্গা দিয়েছি
কেউ ঠকিয়েছে প্রতারণা করে
আবার কেউ আমার ভুলে-
নিজেকে আড়াল করেছে সম্মুখ থেকে,
জীবনটা মনে হয় একটা ইতিহাস
যেই ইতিহাসের কোন চরিত্রই খুঁজে পাইনি আজও
মাঝে মাঝে মনে হয় আমিও অদৃশ্য কিছু
নিজেই ভাবতে ভাবতে আলো আঁধারিতে হারিয়ে যাই
এই হলো আমার ভাগ্যের নির্মম ও নিষ্ঠুর নিয়তি ৷


রচনাকাল ২৮/০৬/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-------------------------------------------