তুমি যদি জানো খোদা,
কষ্ট দিবে প্রতি দমে-দমে ৷
তবে কেন পাঠালে আমায় খোদা-
কেন পাঠালে ?
তুমি যদি জানো খোদা,
দুঃখ দিবে প্রতি কদমে ৷
তবে কেন বানালে আমায় খোদা-
কেন বানালে ?


বড় বড় দুঃখের ভোজা,
আমার মাথায় দিয়ে খোদা ৷
আমাকে ছেড়ে দিলে ভবের বাজারে !
আমি কি পারিবো ভইতে ?
আমি কি পারিবো সইতে ?
এত বড় দুঃখের ভোজা,
খোদা মাটির এ-দেহেতে ৷


বড় একটা মন দিয়া,
ছোট ছোট আশা নিয়া ৷
প্রেরণ করিলে আমায়,
খোদা ভবের মাজারে ৷
দুঃখ হলো জীবন সাথী,
যতদিন বেঁচে থাকি ৷
দু-চোখের অশ্রু আমার,
তুমি কি ঝরাবে খোদা পৃথিবীর তরে ?


রচনাকাল ২৮/০৪/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক  ৷
-------------------------------------