আমার এই হাসির আড়ালে লুকিয়ে আছে
এক বুক চাপা কষ্ট,যে কষ্ট একান্তই আমার
হিমালয় আয়তন দুঃখ,
আর সাত সাগর পরিমান অভিমান
আমার মনের নীল আকাশে কালো মেঘের উপস্থিতি,
কিন্তু কোন ভাবেই বৃষ্টি হয়ে নামছে না !
হৃদয় জমিন খরতাপে শুকিয়ে ফেঁটে চৌচির,
এক পসড়া বৃষ্টির আকুতি নিয়ে
আমার দেহ ঘর আজ জীর্ণ-শীর্ণ,
বিরহী আত্মা সুযোগ পেলে উড়াল দিবে আমায় রেখে
যে কোন ঝড়ে অথবা মৃদু কম্পনে,
ধুমড়ে মুচড়ে পড়ে যেতে পারি মাটির জমিনে
আবার খড়-কুটার মত চূর্ণ বিচূর্ণ করে,
উড়িয়ে নিয়ে যেতে পারে আমায় দূর দূরান্তে
অস্তিত্বহীন এই আমি বিলীন হবো,
স্বপ্ন গুলো দাফন হবে
ঠিক আমার সাথে একই কবরে !
কিংবা সব কিছুই হারিয়ে যাবে
এই কষ্ট মাখা হাসি মুখের অবয়বে


রচনাকাল  ২৯ নবেম্বর  ২০২০ ইং
ব্রুকলিন, নিউ ইয়র্ক
———————————————————————