আমার নাম বাংলাদেশ,
আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জন্ম আমার ২৬শে মার্চ ১৯৭১-এ
ত্রিশ লক্ষ প্রাণের দামে
দুই লক্ষ মা বোনের সম্ভ্রমে
এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে ৷


পিতা বীর দর্পে মঞ্চে এলেন
কাব্যিকতায় পরিপূর্ণ ধারালো ভাষণে
মুক্তির স্বপ্ন দেখালেন
সমস্বরে জয় বাংলা স্লোগানে মুখরিত হলো
বাংলার আকাশ বাতাস
৭ই মার্চ রেস্ কোর্স ময়দানে
লক্ষ-লক্ষ জনতার সম্মুখ পানে
সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বলে উঠলেন
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো
তবুও এই দেশকে-এই দেশের মানুষকে
মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ ৷


সেই থেকে সামরিক-বেসামরিক
আপামর জনতা ঝাঁপিয়ে পড়লেন
যুদ্ধের ময়দানে
পিতা হলেন বন্ধি পাক বাহিনীর কারাগারে
ক্ষত বিক্ষত লাশের স্তূপ
সম্ভ্রম হারা নারীর কান্না
বিধবা নারীর আর্তনাদ
নির্যাতিত নিপীড়িত মানুষের হাহাকার
সোনার বাংলার মানুষকে প্রতিবাদী করে তোলে
অস্র হাতে ঝাঁপিয়ে পড়ে
পাক হায়নাদের বাংলার মাটি থেকে তাড়াতে
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে
দেশ হলো স্বাধীন পিতা এলেন স্বদেশ ফিরে
শপথ নিলেন নতুন দেশের প্রথম রাষ্ট্রপতির
আবার শুরু হলো ষড়যন্ত্র
কুলাঙ্গার মুস্তাক হাত মিলালেন ক্ষমতার মোহে
কতিপয় বিপদাপন্ন সেনা সদস্যের সাথে
হঠাৎএক কালো রাত্রিতে হানা দিলেন
কুলাঙ্গার মুস্তাক বাহিনী জনকের বাস ভবনে
শত্রুর বুলেটের সামনে বুক পেতে দেওয়া বাংলার বন্ধু
আমার পিতা সিঁড়ির উপর পড়ে গেলেন গুলি বিদ্ধ হয়ে
মৃত্যু সত্য আর এই সত্য বড় নির্মম বড় নিষ্ঠুর
জীবন হলো অবসান
বাংলাদেশ নামক এই আমি
পিতৃহীন হলাম জন্মের চার বছর পর
সেই ১৫ই আগস্ট ১৯৭৫-এ !


রচনাকাল ২৬শে মার্চ ২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
------------------------------------------