হে নেতা,হে বাঙালির সূর্য সন্তান,হে জীবন্ত মহা প্রাণ,
তুমি কবি,কবিতার মত কাব্যিক তোমার পথচলা ।
তুমি ক্রীড়াবিদ ক্রীড়াঙ্গন তোমার নিজ হাতে গড়া,
তুমি সৈনিক দেশ রক্ষায় সেই যে ঝাঁপিয়ে পড়া ।
তুমি শাসক হয়ে শাসন করলে কোটি কোটি জনতার ভগ্ন হৃদয় !
তুমি নেতার আসন করলে দখল,
তুমি অভাবনীয় ভাবে বিশ্বের দরবারে সাড়া জাগিয়ে হলে সফল ।
এখনো সফলতা তোমারি সর্বোচ্ছ !
সোনার বাংলায় তুমি এক মহান পুরুষ,
তুমি ত্যাগী তুমি ভুক্তভোগী তুমি মহা উৎস ।
তোমার যাত্রা শুরু হয় ক্রীড়াঙ্গনে,
শেষ হবে হয়তোবা যুদ্ধে গিয়ে রণাঙ্গনে ।
মানুষের মুক্তির জয়গান গেয়ে যাবে,
লিখে যাবে কবিতায় মীমাংসিত পংক্তিমালা ।
রেখে যাবে শিহরণ কর্মের বাঁকে-বাঁকে,
দিয়ে যাবে বিচরণ কল্যায়নের পথে অগণিত-বইয়ের পাতায় ।
অমর হয়ে যাবে স্মৃতির ডায়েরিতে,
নয়তোবা স্মৃতিচারণের শোকাহত সেই-মৃত্যুপঞ্জিকায় !
আজও তুমি যুদ্ধ করে চলেছো তোমার লেখনীতে,তোমার শাসনে,
তোমার ভাষণে,তোমার দিক নির্দেশনায় !
তোমার কর্মের পুরোটা জুড়ে আছি আমি
আর তোমার স্বপ্নে দেখা নতুন বাংলার সবুজ লীলাভূমি ৷
কত কি করেছো এই আমার জন্য শুধু সাজাতে চেয়েছো অপরূপে,
সমস্ত স্পর্শ,আবেগ,অনুভূতি ভালবাসা দিয়ে !
তুমি নেতার খেতাব নিয়ে জেল,জুলুম,অত্যাচার,নিপীড়ন,
সব মুখ বুঝে সহ্য করেছো,
আর আমি নির্বাক তাকিয়ে দেখেছি !
তোমার জন্য কিছুই করতে পারিনি ।
পারিনি তোমাকে জেলের তালা ভেঙ্গে মুক্ত করে আনতে,
পারিনি অন্ধকার চার দেওয়ালের ভিতর আলো জ্বালিয়ে দিয়ে আসতে,
আমি পারিনি তোমার বন্দি শিবিরে একাকিত্ব গোছাতে,
পারিনি তোমার মুখে এক ঝিলিক হাসি ফোটাতে,
তারপরও তুমি আমার মুখের পানে তাকিয়ে
তোমার সকল দুঃখ,কষ্ট ভুলে আমাকে আজও আগলে রেখেছো
তোমার বুকের পাজরে ।
জানি তোমার ঋণ শোধ করা আমার জন্য দূরহ !
হে কবি, হে ক্রীড়া প্রেমী, হে গণ-মানুষের পল্লীনেতা,
তোমায় পেয়ে আমি ধন্য ।
তুমি জন্মেছ বলে আমার বুকে,
আজ আমি সুজলা সুফলা শস্য শ্যামল ছায়া ।
তুমি হেসেছো বলে আমি আজও আলোকিত জগৎ ব্যাপি,
তুমি কাঁদলে আমি বৃষ্টির নেয় নিরবে,
নিভৃতে অঝোর ধারায় কাঁদি ।
তুমি স্বপ্ন দেখলে আমি স্বপ্ন সাজাই,
তুমি হাত বাড়ালে আমি বাস্তবতা খুঁজে পাই ।
তুমি না থাকলে আমি অন্ধকারে তলিয়ে যাবো,
তুমি আমাকে রেখে যেওনা !
তোমার হাতে নির্মিত এই মাতৃভূমির-
ঐতিহাসিক স্থাপনা বড় বিদীর্ণ দেখাবে !
নিঃসঙ্গতা নিয়ে দাঁড়িয়ে রবে,
তোমার উপস্থিতি যদি না থাকে ।
তুমি চলে গেলেও আমরা তোমাকে স্মরণে রাখবো,
স্মৃতিতে অম্লান রবে প্রীতিতে ।
তোমার স্বর্গীয় সুখ কামনায় নির্জনে প্রার্থনা করে যাবো,
যত দিন আমি ও তোমার মাতৃভূমি ধ্বংশ না হবো ৷


রচনাকাল ০৩/০৮/২০১৬ ইং
ব্রুকলিন, নিউ ইয়র্ক ৷
-----------------------------------------------------------