আমি হেরে গেছি নোংরা কথার আঘাতে
জর্জরিত হয়েছি রক্তক্ষরণ হচ্ছে এই বুক জুড়ে
একেকটি কথার ওজন
এতো বেশি হতে পারে জানা ছিলোনা
আমি আজ অশ্রুসিক্ত রজনী পার করলাম
নয়নের জলে নিজে ভাসলাম
আর ভালবাসাকে ভাসিয়ে দিলাম মন দরিয়ায়
জানিনা ঝড় তুফান উপেক্ষা করে
ফিরে আসতে পারবে কিনা হৃদয় মন্দিরে !
তবে উপলব্ধির শেষ প্রান্তে এসে
নিজেকে হতাশার কিনারে নিয়ে দাঁড় করিয়েছি ৷
এই কেমন রাত আমার জীবনে এলো !
অন্ধকারে অতি আপন জনকেও
আজ অচেনা অজানা লাগছে ৷
মনে হয় আমি কচুরিপেনা-
ডেউয়ের সাথে অযথা যুদ্ধ করছি,
আমি কি টিকে থাকতে পারবো
কুৎসিত কালো মেঘের গর্জন কে উপেক্ষা করে
নাকি হারিয়ে যাবো অন্যায়ের কাছে মাথা নত করে ৷
বিষাক্ত কথার চুলকানিতে আমি নির্বাক এক দেহ,
শুধু ভাবছি এমন তো কথা ছিলোনা !
তারপরও কেন এমন হলো আমার সাথে,
আমি কি কাউকে বুঝতে পারিনা
না কি কেউ আমাকে বুঝতে পারেনা !
কোন কিছুতেই হিসাব মিলেনা !
সব শেষে একটি কথাই শেষ শান্তনা
যদি আমি কাউকে কষ্টে রাখি অন্যায় ভাবে
বিধি তুমি আমাকে কষ্টে রাখিও ৷
আর যদি কেউ আমার উপর দুঃখের পাহাড়-
চাপিয়ে দেয় অন্যায় ভাবে,
বিধি তুমি তাকে সুখে রাখিও ৷


রচনাকাল ০৯/০৪/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
----------------------------------------