অসহায় আমি অসহায়,
খোদা তোমারি দুনিয়ায় ৷
তুমি আমায় সৃষ্টি করিয়া,
কেন পাঠাইলা নিষ্ঠুর এই দুনিয়ায় ?
অসহায় আমি অসহায়,
খোদা তোমারি দুনিয়ায় ৷
এত কষ্ট দিলে তুমি,
অবহেলায় কাতর আমি ৷
সইতে পারিনা এখন,
জীবনের যাতনায় ৷
অসহায় আমি অসহায়,
খোদা তোমারি দুনিয়ায় ৷


সবাই বলে আমি সুখী,
হাসি খুশি চলি ফিরি ৷
প্রণয় হারিয়ে আমি,
হয়েছি পথের ভিখারি ৷
কেউতো দেখেনা আমার,
গোপন যন্ত্রনা ৷
সে ঘরেতে বাস করে,
শুধু বেদনা ৷
এত দুঃখের কথা আমি,
হায় ! বলি যে কোথায় ৷
অসহায় আমি অসহায়,
খোদা তোমারি দুনিয়ায় ৷


না দিয়েছো টাকা কড়ি,
নাইরে আমার বসত বাড়ী ৷
আশা আমার অতি বড়,
করেছো জড়-সড় ৷
তোমার করুনা চেয়ে,
কেঁদেছি অহ-রহ ৷
একটি আশাও হয়নি পূরণ,
দুঃখ আমায় করেছে বরণ ৷
তোমার লীলা খেলা,
খোদা বুঝা বড় দায় ৷
অসহায় আমি অসহায়,
খোদা তোমারি দুনিয়ায় ৷


রচনাকাল ২৬/০৪/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
--------------------------------------