একুশ আমার কল্পনা নয় একুশ আমার বাস্তবতা
একুশ আমার জল্পনা নয় একুশ আমার স্বার্থকতা
একুশ আমার কারো দয়ার দান নয়,ছিনিয়ে আনা মাতৃভাষা
একুশ আমার প্রানের সঞ্চার কথা বলার স্বাধীনতা
একুশ আমার প্রাপ্তির নির্যাস শহীদ মিনারে ডুকরে কাঁদা
একুশ আমার ফাল্গুনী হাওয়া বিশাল চেতনার উজ্জিবতা
একুশ আমার জনম-জনম ধরে বেঁচে থাকার সজীবতা
একুশ আমার মন খুলে হৃদয় ছুঁয়ে কথা বলার মধুরতা
একুশ আমার ভাষার দাবীর রক্তাক্ত স্মৃতির নিষ্ঠুরতা
একুশ আমার বজ্র কন্ঠের দীপ্ত আওয়াজ নয় নিরবতা
একুশ আমার প্রানের হাহাকার রাষ্ট্র ভাষা বাংলা চাই
একুশ আমার আত্মচিত্কার মায়ের ভাষার বিকল্প নাই
একুশ আমার হাড়-মাংসে গড়া ধমনীতে শিরায় উপশিরায়
একুশ আমার টগ-বগ করে প্রতিবাদী হয় রক্তের কনিকায়-কনিকায়
একুশ আমার ভাইয়ের আত্মত্যাগের মহা-স্বীকৃতি
একুশ আমার মায়ের গর্বের ধন দুঃখ মোড়ানো প্রীতি
একুশ আমার বাবার রক্তের ঝরনায় স্নান করা মহান মাতৃভাষা
একুশ আমার বোনের চোখের জলের অশ্রুসিক্ত সর্বনাশা
একুশ আমায় এতিম করে দিয়ে গেল ছন্দময় কথা মালা
একুশ আমার আত্মার আত্তীয় আর নয় অবহেলা
একুশ আমার চোখের জলের কালি দিয়ে লেখা রক্তাক্ত বর্ণ
একুশ আমার বুক পেতে নেওয়া গুলির খোলসে অর্জিত স্বর্ণ
একুশ আমার ভাই সালাম রফিক ভাষার অপর নাম
একুশ আমার বিনম্র শ্রদ্ধা বরকত জব্বার সর্বোচ্চ শহীদি দাম
একুশ আমার ভাষা সৈনিকদের সু-উচ্চ মর্যাদা
একুশ আমার সকল ভাষার সর্বশ্রেষ্ঠ ভাষা রাজপুত্র শাহাজাদা


রচনাকাল ১৬ই ফেব্রুয়ারী ২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-----------------------------------------------------------------