-------------
তুমি আসিবে বলে
অন্ধকার নির্জন বাশঁঝাড়ের তলে,
সেই যে বিকাল থেকে দাড়িয়ে,
অমাবশ্যা আর ঝড়ের কবলে ।


বৃষ্টির ফোটা সুচ হয়ে বিধেঁ ,
সাথে আছে অজস্র পাথর কনা,
পানি হয়ে আকাঁ বাকাঁ,
আপাদমস্তক বেয়ে রন্ধ্রে রন্ধ্রে ।


ঝড়ের উপর ঝাপটা হাওয়া
ঠান্ডার উপর কনকনে,
স্থীর মোর রক্ত স্রোত,
জানকবজের আসা যাওয়া ।


আকাশ বিজলীর আলোকছটা
দিক হারিয়ে বেদিক ছুটা,
রুপালী স্রোতে বিমুর্ত প্রহর,
মোয়াজ্জিন দেয়না আজানটা ।


দ্বিপ্রহরে বৃষ্টি থামে
নিথর দেহ মৃত্যু খামে,
পানিশুন্য আখিঁতে নেই ক্রন্দন,
পড়েছি এখন মৃত্যু জ্যামে ।