ভোর না হতে পাখিরা সব
কিছির মিছির করে রাও,
দুষ্ট পাখি ঘুমটা ভেঙ্গে
কি মজা যে পাও !


পাখিরা--—জাগো এবার সোনামনি
এতো নিদ যেতে নাই,
সুন্দর মন সুস্থ দেহ
ভোরের হাওয়া লাগলে গায় ।


আলসেমিরা ভর করে
সেই সকাল বেলা,
আদর পরশ দিয়ে বলে
হয়নি এখন ও বেলা ।


পাখিরা-আলসেমিকে পায়ে টেলে
শয্যা ত্যাগ করো,
মোদের সাথে জেগে উঠে
স্রষ্টা স্মরণ করো ।


ঠিক বলেছো পাখির দল
আমায় জাগিয়ে দিও,
পাখিরা--ডেকে দেবো উঠে তবে
দাঁতটা মেজে নিও ।