স্রষ্টার সৃষ্টি ওহে নর
তাইতো তুমি হয়েছো,
তোমার বধুর বর ।


সেবিকায় করে সেবা
নারীত্ব করে ধন্য,
তুমি তো তার কাবা ।


তোমায় করিতে সন্তুষ্টি
নারী জনমের স্বার্থকতা
দিয়েছে বিধাতা করেছেন সৃষ্টি ।


নর কেন যে সাজে নারী
নোংরা চেতনা,
তারে কি আর নর বলতে পারি ?


ঘৃণ্য চেতনা করে ধারণ
নর- নারীত্ব করে লালন
এরাই তো নরকের বাহন ।