তুমি
বেসে যাও,
আমায় শুধু ভালো,
প্রণয় প্রতিদান নাইবা পেলো ,
জীবনের কিছু সময় হয়তোবা গেলো ,
বিশ্বাস রেখো ফিরিবে সেই সুখের দিন গুলো ।


বুঝো
আমিও মানুষ,
প্রতিক্ষনে হয় রক্তসঞ্চালন,
এবড়ো থেবড়ো মানষিকতা এখন ,
জানি কষ্টে কাটছে সাঝের এক্ষণ,
আসিবো ফিরে তোমারই লাগি তরীভরা প্রেমোধন ।


কি ?
উতালা কেন ?
নয়নে কেন জল !
তীব্রস্রোতে আসিতেছে প্রণয়ের ঢল ,
দেখিবে কাঁদিবে চৌদিকে নিন্দুকের দল,
মায়াবি কাননে কামুক লাজে আঁখি ছলছল ।