তুমি আমার জ্যোৎস্না,
তুমি পুণ্যমাসীর উজ্জল নক্ষত্র,
তোমার আলোতে আমি নীশাচর,
নীরব সুখের ঢেউ এ
উত্তাল দেহ ভাসিয়ে
আমি হারিয়ে যাই সুখের নিগূঢে ।


তোমার পরশে ধন্য হয়ে জীবন,
লেগে আছে প্রতিক্ষণ
উজ্জল সুবাশিত পারফিউম,
চৌদিকে অবসন্তের বসন্ত,
তোমার আবেদনময়ী অধর অনুরাগে
সিঞ্চিত আমার উত্তাল দেহমন ।


তুমি অনাকাংঙ্খীত বর্জ্রের নাশক
তুমি শব্দের সংযোজন,
তুমি কবিতার বিষয় বস্তু,
তোমার স্মরণে বাক্যরা,
লাইন ধরে জড়ো হয় ,
আমার নিবের আছড়ে ।


তাইতো আমি কবি,
হয়তো কালি ফুরিয়ে যাবে,
কাগজের আকাল আসবে,
তবু লিখা শেষ হবেনা
তুমি আমার জীবনের কি !