তুমি
এসো সম্মুখে,
অমাবশ্যার রজনীতেও তাকিয়ে,
জরাজীর্ণ আবাসনে আখিঁ নামুদিয়ে,
তুমি আসবে তাই কুপিবাতি জ্বালিয়ে,
হেমন্তের প্রত্যুষে উদাস বসন্তে নির্ঘুমতায় কাটিয়ে ।


আমার
নীরব কান্নায়,
শ্রাবণের ঝরঝর সন্ধ্যায় ,
শুণ্যের ঝড়ো উত্তাল হাওয়ায়,
পাহাড়ি ঝর্ণাধারার মতো বয়ে যায় ,
প্রহরের পর প্রহর কেটেযায় তোমার সাধনায় ।


নয়ন
ভরা অশ্রুবারী,
আকাঙ্খায় আহ্লাদি স্মরি,
হৃদয়ে থাকো ওগো প্রাণেশ্বরী,
স্পর্শ স্পন্দনে শ্রাবণ হয়ে মেঘোকিশোরী,
ক্ষান্তহও এবার তুমি ঘুর্ণিখেলা বন্ধ করি ।