শুধু তোমাকে খুজি,
সবুজের ছোয়া ভরা ওগো নির্মল হাওয়া,
তোমার অনু পরমানুতে
তথ্য প্রদানে রাসায়নি ডিজিটেল,
স্বস্থির নিঃশ্বাস কেমনে ফেলি!
বাতায়নে উকিঁ দিই,
তোমার বিশুদ্ধতা খুজি,তবু তুমি নেই ।
তুমি বিহনে আমি বাচিঁ কেমনে !
তুমি ছাড়া অঙ্গে উত্তাল,
বিদায়ী ঘন্টার আতংকে তটোমন।
আমি নিঃশ্বেষ হয়ে গেলাম,
তোমার অশুদ্ধতায় অকালে ঝরে যাই ,  
ভেবেছো  কি !
কার জন্য এ তথ্য প্রদান !
তুমি কঠিন হও,
দুর করো মানব অকাল্যানের সব প্রলেপ,
দুষন মুক্ত করো তোমার নির্মল বদন ।
তুমি যে আমার জীবন যন্ত্রের মধ্যমণি,
আমার শিরা উপশিরা দুর্বল,
তোমার ম্যকাপ অঙ্গের সুবাসে,
আমার হৃদযন্ত্র ওষ্টাগত।
জনমনে নীরব কান্না,
যেন বিদায়ী শ্রাবণের নয়নবারী ,
তুমি ফিরে এসো বিশুদ্ধ হয়ে,
এইতো মানবের আহবান ।