স্রষ্টার
সৃষ্টির সেরা,
বাংলা মা-জননী,
একই অঙ্গে রূপের খনি,
ধর্ম বর্ণে বিভেদের নেই ধ্বনি,
সোনার মাটি সোনার ফসল উর্বরতার খনি ।


সৃষ্টি
কি অপরূপ,
পশ্চিমে সমুদ্রে বিশালতা,
পূর্বে আছে পাহাড়ের ললিতা,
পদ্মা মেঘনা যমুনা নদী মাতৃকতা,
ঋতুভরা ফল বর্ষায় জল আহামরি মমতা ।


তুমি
কোথায় পাবে,
এমন একটি দেশ,
যার রূপের নেই শেষ,
বার মাসে কৃষকের হয় সেচ,
ধন্য আমি দেশ মাতৃকায় আছিতো বেশ ।