কেউ যদি কবি বলে
সম্মোধন করে মোরে,
বিষম লজ্জায় পড়ি আমি
নতশীরে ।


ক-----অর্থবোধক কথার ফুলজুরি দিয়ে সাহিত্য
বি-----বিজ্ঞতার সমম্ময় সাধনে একটা বিত্ত ।


যার কোনটাই নেই আমার কাছে বিদ্যমান,
কি করে হই কবির সমমান ।
তবু ও করি কবির গুণগান,
সৃজনশীলের শ্রষ্টা কবিই মহান ।