নীশি শয়ন দিবা নিদ্রা,
মনের বাগানে সুখের কেতন ওড়াই,
নব নব স্বপ্ননেরা হাতছানি দেয়
গা ভাসাই সুখের তরঙ্গ জলে,
মনের সুখে সিগেরেটের সুখ টান,
হু হু করে বেসুরে,দুটো ঠোঁট ফাক করে গেয়ে যাই গান ।
ইচ্ছে থেকে যায় অপূর্ণ,
তবু লাজহীন ইচ্ছে আমার স্বপ্ন দেখে যায় ।
দিগন্ত পথে হেলে দুলে চলা,যেন আমিই সুখের মহামানব ।
মনের অজান্তে পকেটে হাত ঢুকলে,
কিছুটা সন্ধিৎ ফিরে পাই ।
কোন স্বপ্নময় ফুলশয্যায় আমি শায়িত ।
জীবনের শেষ বসন্তের সন্ধিক্ষনে এসে,
হতাশারা কিলবিল করছে।
জীবন খসে গেছে,ভেঙ্গেছে দন্ডায়নের ভিত্তি,
তারপরও নিরলস চেষ্টা জীবন বাঁচিয়ে রাখার ।
কিন্তু হৃদয়ের তাপে তো হৃদয় নেই ।
কেউ কি দেখবে
সিন্দুক ভর্তি এ হৃদয়টা !
এমন কারো ছোয়ায় গলে যেতে পারে ,হৃদয় নামের পাথর ।
আছো কি কেউ !
আমায় নিয়ে যেতে পারো সন্যাসীদের আখড়ায় ?