জগতের সকল প্রাণী নয়
শুধু মনুষ্য প্রাণীর মাঝে,
প্রেম শুণ্য আকার মহামারী
তাইতো ভেদাভেদ নিত্য সাঁঝে ।


নিয়তির ঋতু বিদ্যমান
আকাশ বাতাস রৌদ্র
ফলমুল শাক সবজি
হয়নি আজও ক্ষুদ্র ।


মনুষ্য কেন বোধহীন
জগৎ সংসার মায়াশুন্য
মন চায় আপন স্বত্বা
লুকিয়ে থেকে হই ধন্য ।


নব কোন আদিম সাম্রাজ্য
প্রেমোময়তার বুলি আওডাই
সে হয়তো অসম্ভব প্রজন্ম
তবু স্বপ্ন দেখে যাই ।