আসো প্রিয়তম
গা ঘেঁসে চার পা এক সাথে চলুক,
শক্ত করে ধরো
আমার ইস্পাত দৃঢ় হাত ।


প্রতিক্ষণ উত্তাল নিনাদের গর্জনে
সুর্যাস্তের রক্তরাগে,
দামাল ঢেউ এ ভিজে থাক,
তোমার আমার শক্ত
যুগল পা গুলো ।


আঁধারে হারিয়ে যাক
বৈকালিক মিষ্টি রোদ.
জ্যোৎস্না হারিয়ে যাক অনন্তে,
কুয়াশায় ঢেকে যাক সীমানা,
আমি আছি সেই ক্ষণ,
যতক্ষণ ঘটেনি জীবন যবনিকা ।


আঁকড়ে ধরো দু বাহুতে
অধরে করো ঘর্ষন,
অন্তর থেকে অনন্ত গভীরে,
উষ্ণ তপ্ত লোমশ পবনে
হৃদয় ছুয়ে যাক স্বপ্নের আঙ্গিনায় ।