কবিতায় ভাব প্রকাশ
প্রেমের প্রধান্য দিয়ে
বাস্তবতার ছোয়া সদৃশ্য রেখে ও
সবই যেন অবস্তাব মনে হয় ।


অপেক্ষা করেছি বৃষ্টিপাতের মধ্যদুপুর
নদীর ঢেউয়ের গর্জন,
পূণ্যমাসীর জ্যোৎস্নার আলো,
চলার পথে আধাঁরে
ভয়কে উপেক্ষা করে ,
প্রিয়ার আগমনে ,নিরলস অপেক্ষা ।


জল চাপাঁয় কারুখঁচিত ,
রঙ্গিন চিটির কাগজে,
পেন্সিলের আছড়ে,
যতভাব করিতাম প্রকাশ ।
মন উচাটন কখন আসিবে,
নীলখাম হাতে নিয়ে ,ডাক পিয়ন ।
এখন সবই নির্বাক ।


এ প্রজন্মের কপোত কপোতি
মোবাইল নিয়ে হিজিবিজি,
এস এম এস আর জি মেইলে
ড্যাটিং আর চ্যাটিং নিয়ে,
সদা থাকে বিজি ।
তাইতো সবই যেন অবাস্তব মনে হয় ।