একবিংশ শতাব্দিতে
কলির যুগের মানবতা,
অভিধানের কঠিন শব্দগুলোর মতো ,
অলৌকিক ভাবে বিন্যাসিত ।


আর


এ শব্দগুলি  দিয়ে,
মিথ্যার ছন্দ সাজিয়ে,
কবিতা লিখতে লিখতে
আমি আজ বড় ক্লান্ত ।


কিছু আদিমতা কিছু আধুনিকতা
সব মিলিয়ে মানুষের জটিল মন
বুঝা বড় অশান্ত ।


শ্যামল বৃক্ষলতায় ও সবুজাবো
খুজে পাইনা ,
কুঞ্জু কুঠুরের ধারে
প্রিয়ার সাক্ষাতের সেই স্বাদ ও ভ্রান্ত ।


চিনে না মানুষ আপন,
নেই কোন আপনসত্বা,
ব্যস্ত মন শুধু আপন আখের গুছিয়ে ক্ষান্ত ।


এটাই বর্তমান এটাই বাস্তবতা
স্থায়ীত্বের সীমানা বড় ভ্রান্ত ।


ভাল্লাগেনা ,তবু চলেছি,
যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা
অসহ্য দরশন,
কিবা করার আছে ,অধম এ অজ্ঞের ,
তাই আজ বড় ক্লান্ত