জন্ম থেকে জন্মান্তরে
দরিদ্রের শেষ সীমানা,
দিন এনে দিন খাওয়া,
নিত্য অভাবগ্রস্থ ভাংগা কুটিরে আমার জন্ম ।
নাচিনী কখনও সুখের নাচন
নিত্য চলার নিয়মনীতি
এটাই সত্য এটাই জীবন ।
শয্যা বিলাসীনি রসনা বিলাস
এ আমার শংখিত শবদহন,
ঠাঁইহীন গিরিখাতে দাড়িয়ে,
স্বপ্ন বিলাস গরীবের ঘোড়া রোগ ।
কষ্টের প্রজ্বলিত শিখা তখনই প্রস্পুটিত
যখন আসে ঈদ নামের যন্ত্রনা,
পরিবারের আহামরি চাহিদা,
মর্মর শব্দে অদৃশ্যে ভুন্ডল হয় পাঁজরের হাড়গুলো ,
ধীক্কার করি তখন আজন্ম পাপ ।
নিঃশব্দে চিৎকার করে কাঁদি,
অঝোরে নয়ন বারি,দীর্ঘশ্বাসে আয়ুক্ষয়,
মন শুধু খুঁজে সেকাল ।