বিবাহিতরা বউয়ের যন্ত্রনায়
ডির্ভোসের চিন্তায় মগ্ন,
অবিবাহিতরা বিয়ের চিন্তায়
মানষিক ভাবে রুগ্ন।
সুখ তুমি কেন এত নগ্ন ।


বাচ্চারা বড় হওয়ার
নিত্য করছে ভাবনা,
বড়রাতো শৈশব খুজে
করছে অনুশোচনা।
সুখ তুমি কোথায় আমায় বলনা ।


চাকরীজীবি কাজের চাপে
ওষ্ঠাগত প্রাণ,
বেকার সবায় কর্মের খোজে
দিয়ে দিচ্ছে জান।
সুখ তোমার কেন এত অভিমান!


অর্থবান অর্থ ছেড়ে
একটু সুখের আশায়,
গরীব যত স্বপ্ন দেখে
অর্থের প্রত্যশায়।
জীবন শেষ যৌবন ক্ষয় সুখ তোমারই আশায়।