কত বীজ কত চাষ
চষে বেড়িয়েছি জমিন থেকে জমিনে,
দুনিয়া চাষে ,নিন্দা উপেক্ষা ,
সৃজনের দায় গোছাতে,ছিলেম ধ্যানে ।


গোছাতে মোছাতে আয়ু ক্ষয়
অশেষ অপূর্ণ,তুমিই ভরসা ,
যতই দেখি ততোই স্বাদ
মিঠেনা এ অসীম তৃষা ।


সাধনা শ্রম কষ্টের মাঝে
তোমাকে পাওয়ার কি যে সুখ ,
অস্থির মনে নিগুঢ় বাসনা,
সৃষ্টিকুলে মরণে ও যেন উম্মুখ ।