প্রীতির বাহু ডোরে, যতই তোরে
রেখেছিনু পূণ্য বাঁধনে,
মিছে মায়া ভেবে, আমায় ছেড়ে
সবই যে অরণ্য রোদনে ।


হৃদয়ের গহীনে, শুন্য আসনে
প্রতিচ্ছবি শুধু রয়,
ভাবনায় আঁকি সবই যে ফাঁকি
তুই যে আমার নয় ।


তবু যে স্বাদ, স্বপ্নের আহলাদ
কল্পনায় ছোঁয়া যে পাই,
বিরহী মন সদা উচাটন
নয়নের বারী ঝরাই ।


নিঃশব্দ কান্না, মনের বায়না
প্রবোধ কি আর মানে!
যারে ধরেছে বিরহের বিষে
সেই-তো শুধু জানে ।