আমি আর বাতায়নে বসিনা
দিগন্ত পথে দৃষ্টি নিক্ষেপ ও করি না ,
একটা সময় করতাম,
অপেক্ষার অনুভুতিটা ও দারুন ছিল ।


রূপের মায়ামোহ মৌ মৌ গুন্জন
তোমার দীপ্যমান বৃষ্টিস্নাত
সু বাতাসের সুরভি,দুরন্ত দিগন্তের ,
আলোকিত বিকাল নিমিষে
অন্ধকার নেমে
সবই আধাঁরে হারিয়েছে ।
বাতায়নে বসে আর কি হবে !


রাঙা দেহ আবৃত ,খোপাই ফুল ,
ধীরে লাফানো পথ চলা,
তুষার ধ্বসে নিদ্রা ভংগের সুখ
গুন গুনে সু কন্ঠি আওয়াজ,
ঢেউ খেলানো অংগ ভংগি দেখে
দৃষ্টি থাকতো ছায়ার মতো ,
এখন নেই দৃষ্টি নিক্ষেপে কি হবে !


অপেক্ষার সমাধীর যবনিকা
জেনে গেছি ওগো অনামিকা
দুর্বাঘাসে হিরোসীমার বোমা
নিঃশ্বেস আজ চরণ ভুমি,
আবার ঘাস জাগবে আলতো পায়ে হাটবে
সে দুরাশা,অপেক্ষার অনুভুতি জীবমৃত ।