আজন্ম চাষা আমি
আমার সওয়ালের,
আহামরি রসনা বিলাস
খেতে বসে কি মানায় ?


কত করি বারণ
বুঝতে চায় না কারণ,
ঝাল মরিছে কামড় দিয়ে
দাত ছিপায় ভাতের দানায় ।


মহাজনের বর্গা দিয়ে
গতরে খেটে যা পাই,
এইতো জীবন এইতো সংসার
এভাবে তো চলে যায় ।


খেতে বসে করে কান্না
মাছ মাংসের ধরে বায়না,
ঝাল মরিচে জ্বলে ঠোঁট
আমারে ও কাঁদায় ।