বাংলা মা আজ বড্ড রোগা
অন্ধের যষ্টি হাতে,
শোকে কায়া নেই মায়া
ক্ষুদা নিত্য সাথে।


ষোল কোটি জনতার
নিরবতা আর হাহাকার,
মলিন বদন ছিন্ন বসন
আয়ের পথ রুদ্ধধার।


বাঁচুক জনতা মায়ের গতরে
আসুক বসন্ত আবার,
শষ্যশ্যামলে ভরে উঠুক মা
দুর হউক দেহা চর্মাসার ।