মুর্খ মানব, ভেবোছি কি একবার ?
জীবন চালিকা শক্তির নাম,হলো যে কর্ম
সৎ পথে সম্পাদন করাই ,সেটা হলো ধর্ম ।
কর্মতো কর্মই, ভাবছো কেন ছোট বড়,
আন্তরিকতা ভালবাসায় সেটা তুমি করো ।


মহামানব সোলাইমান,কর্মে ছিল জেলে
আদম ছিল কৃষক, আমরা কৃষকের ছেলে।
কর্মের মাঝে ধর্ম আছে,জেনে রেখো তাই,
আপন কর্ম অতি মহান ছোট বড় নাই ।


জানাযাতে হাজার জন কি লাভ আছে বলো,
জীবন কর্মে পরকালের টিকেট নাইবা রইলো।
স্বজনেরা কবরে শুয়াই পুশইন শুধু করলো,
বেজার স্রষ্টা ফেরেস্থা দিয়ে পুশবেক আবার হলো।


আপন কর্মে জীবন খাতায় আমল যদি থাকে,
ফেরেস্থা দিয়ে জান্নাতি পোশাক কবরে তারে রাখে।
আমলহীন মুর্খ মানব নরক পোশাক পরাই,
কেয়ামতের আগ পর্যন্ত কষ্ট রাখে সদাই ।