সোহাগিনী বধু আদর করে
শয্যায় হলে বিলাসিনী,
অমৃত সুখে সুখী কপোত
কপোতি হয়না বিরহিনী।


আপন বিলিয়ে কপোতের বুকে
নিজকে দেয় যদি সপিয়া,
অন্য ফুলে যায়না কপোত
করে নাতো পরকিয়া।


স্বার্থক নারী জনম তার
কপোত রাখিবে যে তুষ্ঠ,
মধুময় জীবন ভালবাসা অবিরাম
সুখী সুন্দর থাকিবেনা কষ্ট ।