প্রত্যেক
ধর্মের মহোৎসবে,
পরিজনের তৃপ্তির বাসনায়
কর্তা থাকে অস্থির কল্পনায়,
কোন কৌশলে মন রাখা যায়,
অনাবিল আরামে ,লাস্য বদনে ,খুশিময় পরামাত্বায় ।


জনের
সংখ্যা যত,
সবার চিন্তায় রত,
ধর্মের কেতন গগন ব্রত,
শাশ্বত আত্না সূপ্ত রাখিতে জ্ঞাত,
আত্ববাসনা করিয়ে ত্যাগ,কলুর বলদের মত ।


আনন্দ
করে ভাগাভাগি
কর্তাকে সুধায়না কোনজন,
নিখিল বিশ্বউৎসবে গুরুর সৃজন ,
তবু গুরুর তন্দ্রা অলসে কথন,
তোমাদের খুশিতে আত্বামিশে,নয়নে বারীর পতন ।