প্রণয়
সৎ সঙ্গ
সাধনায় হয় রঙ্গ,
সীদ্ধ বীজে সুস্থ বংগ,
ইন্দ্রিয় নেশায় শুভ চাষের রঙ্গ,
সুপ্ত সুধায় সুফসল,সৃষ্টি হয় বিহঙ্গ ।


আবার
সাধনাহীন প্রণয়,
খোঁচাখুচি লেগে রয়,
অসুস্থ মস্তিস্কে জমিচাষ নয় ,
রুগ্ন বীজে সুবীজ নাহি হয় ,
সুবীজে সুফল সুষ্ঠ সাধনায় জানিবে নিশ্চয় ।


এসো
সাধক হই,
পবিত্র আরাধনায় রই,
সঠিক প্রেমে স্রষ্টা ঐ,
জীবে দয়া করে ঈশ্বর হই ,
সৃষ্টি করি সুষ্ঠ মানব সুন্দর ভুবনই ।