পঞ্চইন্দ্রে আজ প্রতিহিংসা বিরাজমান
কপোতি যদি শয্যায় না হয়
বার বিলাসীনি ।
অজস্র রক্ত চলনে,অথিতি আগমনে
একটু অবহেলায় হিংস্রতায় ভাসে,
বজ্জাত কপোতি নহে সহনী ।


এহেন কপোতি,সংসারে দুর্গতি
সু কোমল কপোতের ললাটে যদি জোটে,
বার মাস সুখ নাশিনী ।
দেখাইয়া দৃষ্টি নন্দন,না খাওয়াইয়া গন্ধন
গাছের ফল গাছে পচাইয়া,
হও যদি বিহঙ্গীনি ।


উজাড়ে কৃপনতা,এহেন নহে স্বাধীনতা
বদন যদি ফিরিয়ে নেয় কপোতে,
হয়ে যাবি পসারিনী ।
প্রেমোসুধা করে দান নারীত্বে বেগবান,
ঢালো যত নিতে চায়
হয়ে যাও পদ্নিনী ।