----------
এসো দেয়ালিকা আকিঁ
মনের মাধুরী মিশানো
রং দিয়ে কাপড় বুনন করি ।
যে কাপড়ে চিহ্নরবে
নবান্নের আগমনী,
সেই নক্সী কাথাঁ সেলাই করি ।


এসো মাটির তৈরী হাড়ি কিনি
যেখানে রবে খারু খচিত
নবান্নের ছোয়া ।
এসো মেলাই যাই,
তালপাতার বাশিঁ কিনি,
খাই বিন্নী ধানের মোয়া ।


শুকনো মরিচ তৈলে ভেজে,
সিদ্ধ আলু ভর্তা করি,
খাটিঁ সরিষার তৈল মেখে,
নতুন চাল গুড়া করে
মনের মতো পিঠা বানাই
জলন্ত আগুনে ছেকেঁ ।


অনাত্বীয় আত্বীয় করে
পিঠার পাতিল হাতে নিয়ে
ছুটে যাই এ বাড়ি আর ও বাড়ি ।
বুনুন করা শাড়ি পরে
লাল ফিতায় বেনী করে
হয়ে যাই খাঁটি বাংলার নারী ।