----------
সকালের উদিত সুর্য্য কাটপাটা রোধ
থেমেছে পাখির কলরব হারিয়েছে বোধ ।
দ্বিপ্রহরে হঠাৎ, প্রকৃতির অগ্নিরূপ ধারণ
কালো মেঘে, আবছা আধাঁর, দমকা হাওয়া বাহন ।
এ ক্ষনের রূপ দেখে, পুর্বাক্ষণ অবাক
তিশায় ফাটিয়ে বুক, লগন বিদায় হতবাক ।


বিদ্বেষের নুপুর পায়ে, ঝড়ঝান্ঝা তুফান
অশ্রাবণে শ্রাবণ, অহেতুক কুহুক, গুডুম গুডুম আসমান ।
ললনা আর বর্ষা,কাটাঘাত সহসা
যিনি পিতৃ ,তিনি ও হারায় দিশা ।
মেঘবতি রং বদলায়,লোভনীয় স্বপ্নে,
আত্বভোলা অতীত হয়, নব শিহরনে ।