--------------
মা
তোর নাড়ীছিড়ে
শয়ন যে গাঁয়ে
কতদিন ছিল সে অপেক্ষায় ,
শুধু আমায় আপন করে নেবার,
সু বাতাস পাখির নাচন বাঙ্গালিয়ানা রঙ ।



আমাকে দিয়েছে
তোর মায়াবী পরশ,
পাখিঁর কলতান কৃষ্ণচুড়ার সুবাশ,
উদিত সুর্য্য পড়ন্ত বিকাল পুস্পবৃষ্টি ,
এগাঁ আমাতে মিশে যেন হয়েছে একাকার ।


গাঁ!
কেমনে শুধিবো,
তোমার বিলিয়ে দেওয়া
নিঃস্বার্থ ভালবাসার এতবড় ঋন !
সবছেড়ে চাইগো গাঁ মায়ের কোলে
মাথা রেখে, তোর আবেশে মরণ মোর ।