----------
শেষ শ্রেণীর আমজনতা
আমার পরে শ্রেণী নেই ,
তন্দ্রা মুছে স্বপ্ন চোখে
বাস্তবায়ন নেই ।


জ্বালিয়ে স্বপ্নের আলো
করুন কন্ঠে গর্জে উঠি,
সমাজপতি সাদা বক
তাদের কাছে মোরা পুটিঁ ।


অভাবের সুযোগে দংশিতরা
প্রতিনিয়তই করে যায় দংশন,
পারিনা ঠেকাতে অসহায়ত্বে মনে
যতই করিনা কেন পণ ।


রোদে পুড়ে এ পিঠে
ঠোস পরা কালো দাগ,
সোহগিনীর সু বদনে
করুণা ভরা ছাপ ।


চলিতে পারিনা অচল চাকা
পাষান সমাজ বৃথা আহবান,
বিঘ্ন গ্রাসে নিন্দা ত্রাসে
জীবনের সাথে যায় মান ।


আর কত লুকাবো সত্য
দেয়াল পিটে আলো আধাঁরে,
অস্থির সত্বা বৃশ্চিক বৃহদন্তে
অসহ্য পিশাচরের কামড়ে ।