দশ মাস দশদিন পরে
জননীর জরায়ু ভেদ করে ,
ঝিল্লী জড়ানো দেহ নিয়ে
জম্মেছি এ বঙ্গের উপরে ।


আখিঁ খুলে বাংলা মা
দেখেছি সবুজ শ্যামল গাঁ ,
অহর্নিশ অবিরত প্রকৃতির মমতা
তবু ও সমাজে নিন্দার বন্যা ।


সততার দৌরাত্য দুর্গমতার ওপারে
নিন্দার দ্রোহে বিজয় বিপর্জয়ে ,
প্রসন্ন বিষন্নে শুধুই দৌড়
অশ্বর অর্ণব সমতলে যাওয়ার তরে ।


সঠিক আরাধ্য নিখুঁত আরাধনা
মনুষ্যের ভেদাভেদ করিতে বিয়োগ,
জঠর হতে জমিন ছুয়েই
বিরাজমান অগনতন্ত্র ছিল অজানা ।


জানতাম যদি সংগ্রামের দৌড়
আমি হালায় কি জম্ম নিতাম?
নেতিবাচক এ বঙ্গমাতায় ?
যেতে হতো গনতন্ত্রপুর ?