-----
হে মায়াময় জননীর অস্তিত্ব মাখা গাঁও
অপরূপ লীলাভুমি মধুমাখা কন্ঠে মায়ের রাও
তারপরও ওহে গাঁ কেন আমায় ছেড়ে দাও ।


আমায় জড়িয়ে নাও তোমার সহনীয় মিষ্টি হাওয়ায়
আমায় আলিঙ্গন করো সুশীতল মিষ্টি ছায়ায়
নাছোড় বান্দার মতো বাহুডোরে বেধেঁ নাও ।


বাধাঁহীন বিচরণ মোর তোমার সবুজ অরণ্যে
স্বপ্নচারিতার অভিসারে গায়ে মেখে তোমার লাবণ্যে
আমায় ছেড়ে দিয়ে কি সুখ তুমি পাও !


শহুরে জীবন হঠাৎ থমকে যাওয়ার ভয়
অবিচ্ছেদ্দ মমত্ব ছেড়ে অশ্রুমেঘে একাকি মনে হয়
তুমি কেন পাষন্ড গাঁ!মমত্ব প্রসারিত করে দাও ।


তোমার বুকে সোনালী বিকালে রক্তজবা কৃষ্ঞচুড়ার মেলা
কৈশরের নিশাজল শরতের শিউলি দেখে কাটিত বেলা
উতালা মন কাটেনা ক্ষণ তোমায় ছেড়ে গাওঁ ।