শৈশব কাটে মোর গায়েঁ
শহরে যৌবন ক্ষয় বার্ধক্যের উকিঁ
কত স্বাদ কত আহলাদ
নিক্ষেপন সবেই যেন শালবনে ঢুকি ।


যুদ্ধ এখন বার্ধক্যের সনে
দেহের ভিতর বসতকরে যৌবন করছে নাশ,
দিনক্ষন সবই আগের মতো
তবু আমি হয়েগেছি জীবন্ত লাশ ।


আজ পেরিয়ে কাল ছুটে যায়
তবু স্বপ্ন দেখিতে ইচ্ছে নতুন এক জীবনের ,
উত্তাল সাগরে পাড়ি দিতে
ছেড়া পালে বুকফুলিয়ে আশান্বিত বুকের ।


যৌবন হারা এ মন পথ চিনেনিক
জীবন কৃষ্ঞ চুড়ায় আবার ফুলফুটুক
নীরুত্তাপ জঠরে স্বপ্ন বুনে
উচ্ছৃংখল পাখিরা স্বপ্নময় আকাশে ছুটুক ।


আসুক আবার সেই শৈশব
বটবৃক্ষের ছায়ায় খেলার ছলে বলি তুমি আমার ,
আকাশ পাণে ছেয়ে মুচকি হেসেঁ
বলবে তুমি,হা –ওগো তুমি ও আমার ।