-------------
কাথাঁরিয়া গাঁ আমার মায়ের মত মা
যতই উৎপিটন সহে কখনও বলেনি না,
  সোনালী সকালে লাইন ধরে সব দামাল ছেলের দল
    ধান ক্ষেতে ধান মুটি ছিড়ে সোজা হাটার ছল।


যত ধান ততো মুড়ি নিয়ে যেতাম মুড়ি বাড়ি
  লূঙ্গির ভাছে নিয়ে মুড়ি করতাম কাড়াকাড়ি,
    ভোরের পাখির ডাকে উঠে দুপুর সন্ধ্যা বেলা
      হাসি কান্না মান অভিমানে করতাম কত খেলা।


লেখা পড়ার বালাই নাই প্রতি বারই ডিল
  রাত দুপুরে খেতাম শুধু মা-বাবার কিল,
   ভর দুপুরে বড় পুকুরে সাঁতার মরিচ খেলা
    অগ্নি চোখে ঘরে ফিরে গায়ে জ্বরের মেলা।


মাথা ব্যাথা গায়ে কাপন আরো মায়ের বকুনী
  চোখ রাঙ্গানো থাপ্পর মাখা সরিষা তেলের মাজনী
   কার কথা কে শুনে রাত পোহালে শুরু করি,
     বানর হয়ে খেজুর গাছে, রসের হাড়ি চুরি।


বুঝতাম কি আর বিদ্যাধন হেলায় কাটতো জীবন
শয়তান মাথায় ভর করেছে শিক্ষার নাই স্মরণ
  এই বয়সে শৈশব স্মরণ দীর্ঘশ্বাসই মানায়
    আসবে না অার সময় ফিরে মিছে ষোল আনাই।