-------
সমাজে আজ নিলজ্জতার ছড়াছড়ি
কু ধর্ম আর কু চিন্তায় ভরকরি
অর্থ স্বপ্ন লালণ করি ,
সভ্যতা আজ নিন্দুকে ভারী ।


সভ্য সাধারণ আজ পিপঁড়া
পাখি হয়ে যত পারে কামড়ায় ,
চলতে থাকলে এ ধারা
দেশ হবে গতি হারা ।


সভ্যতাকে তোমরা জাগাও
পিপঁড়া হয়ে পাখি কামড়াও
শান্তি আশা সততা ফিরাও ,
অহংকার মিথ্যা হিংসা ধ্বংস করে দাও ।


ভালবাসা আত্ববিশ্বাস বন্ধুত্ব
দুর করো চোখ থাকিতে অন্ধত্ব ,
সংগ্রাম করো যতো সাধ্য ,
অর্থ লোভিকে করে দাও বন্ধ্যাত্ব ।