-----------
আজ
আমার অপেক্ষার
প্রাচীর ভেংগে চৌচির ,
মাটিতে মিশে গিয়ে একাকার
পাখিদের গান আজ থেমে গেছে ,
কোলাহলহীন ঠান্ডা তরঙ্গের অনুভতি হৃদয় নিকেতনে ।


আমার
চন্দ্রমল্লিকার বনে ,
নরনারী অপরের পরিপূরক
একথা বড় মিথ্যা প্রমানিত ,
আমার সামরাজ্যে উত্তপ্ত বৈশাখ আর ,
তোমার ভুবনে পাখিডাকা ফুটন্ত বাগান ফালগুনে ।


ভালবাসা
সহমর্মিতা সুপ্রভাত
অবহেলিত,দাবদাহ অতিউত্তস্ত ,
ভুমিধ্বস ভুকম্পনে হৃদয় লন্ডভন্ড ,
মমত্বের অধঃপতন হৃদয় গুম অনিবার্য্ ,
হেমন্তের শিউলি বসন্তের পুস্পরেনু ভৈরব বিভাযনে ।