আমাকে
দেখো তুমি,
অত্যালোকিত শুভ সন্ধ্যায়,
সন্নিকটে যেন ছোয়া যায়,
ছুয়ে দেখো হাতে শিহরিত হও
ঔষধি গাছের বন্ধু প্রতিম ছায়া আমি ।


তোমার
অবয়ব দর্শনে,
পুস্পিত অধরের আকাঙংন্খায়,
শিহরণ জাগুক মৃত্যু অঙ্গনে,
নয়ন মণিতে দেখো তোমার অবয়ব
সেই তোমাকে তুমি দেখবে এ দর্পনে ।


দর্পন
আমি তোমার,
স্বচ্ছ নিখুঁত ছবি,
যেমন দেখিবে তেমন দেখাবে,
আঘাত করো ভাংগবে, প্রতিঘাত নয়
দেখিবে তোমাতে বেচেঁ থা্কা আমার আমীত্ব ।


ভেবে
দেখো তুমি
সকাল সন্ধ্যা সন্ধিক্ষণে,
দেখো মোর অশরীরী মন,
মুচকি হাসো দেখবে দন্ত যুগল,
ভেংগে চুরমার করো কখনও উহু নয় ।