-----------------------
আমার বটবৃক্ষের ছায়া
আজ আর কাছে নেই
তাই আমি খরতাপে রৌদ্রে
হয়েছি অর্ধ সিদ্ধ।
সব চিন্তার ভার
আমার কাধেঁ দিয়ে,
চলে গেল অসময়ে
বিষের কাটাঁ করে বিদ্ধ।
প্রতিটি ক্ষনে শুন্যতা
প্রয়োজনীয়তা সদাক্ষন,
মোর বক্ষ শুন্য করে
স্রষ্টার নিদারুন থাবা।
সে আমার পরম বন্ধু,
হৃদয়ের কাবাঁ
নিঃস্বার্থ স্নেহ স্পন্দন
সে আমার বাবা।